বিমানবন্দরে বেবিচকের নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক

নিরাপত্তা কর্মচারীদের দায়িত্ব পালনের জন্য নতুন পোশাক তৈরি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী সপ্তাহ থেকে সহকারী সিকিউরিটি অফিসার থেকে নিচের পদের কর্মচারীরা এই পোশাক পরে দায়িত্ব পালন করবেন। নতুন ডিজাইনের পোশাক ছাড়াও তাদের নতুন টুপি, জুতা ও বেল্ট দেওয়া হবে। সাত বিমানবন্দরে কর্মরত বেবিচকের সিকিউরিটি স্টাফরা এগুলো পরিধান করে দায়িত্ব পালন করবেন। না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেবিচক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেবিচকের সূত্র জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিকিউরিটি স্টাফদের জন্য নিদিষ্ট পোশাক পরে দায়িত্ব পালন করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কেউ কেউ পোশাক ব্যবহার করছেন না, যা শৃঙ্খলা পরিপন্থি। বিশেষ করে সিকিউরিটি স্টাফরা নির্দিষ্ট পোশাক না পরেই ডিউটি পালন করছেন। এতে নানা ধরনের বিপত্তি দেখা দিচ্ছে, নিয়মবহির্ভূত কাজ হচ্ছে। শুধু তাই নয়, নির্দিষ্ট পোশাক না পরায় সেবা প্রত্যাশীরা সিকিউরিটি স্টাফদের চিনতে পারছেন না। ফলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। 

জানা গেছে, সিকিউরিটি স্টাফরা নিয়মিত এই পোশাক পরিধান করছেন কিনা সেটা নজরদারিতে ভিজিলেন্স টিম গঠন করা হবে। নির্দেশনা পাওয়ার পরও যেসব কর্মকর্তা-কর্মচারী যথাযথভাবে ইউনিফর্ম পরবেন না, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবে এই ভিজিলেন্স টিম।

বেবিচকের পরিচালক (এভসেক পলিসি অ্যান্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেন সিকিউরিটি স্টাফদের নতুন পোশাকের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘কোনও কর্মকর্তা-কর্মচারী যদি ইউনিফর্ম না পরেন অথবা আংশিক পরেন, সেক্ষেত্রে তালিকা ধরে তাদের কাছে মৌখিক ব্যাখ্যা চাওয়া হবে। এরপর তাদের শাস্তি (প্রযোজ্য হলে) দেওয়া হবে। শাস্তি হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের চূড়ান্ত সতর্ক করা, লিখিত মুচলেকা নেওয়া এমনকি বেতন কাটা হতে পারে।’

এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেন, ‘আগামী সপ্তাহ থেকে নতুন পোশাক পরিধান করে কর্মীদের দায়িত্ব পালন করতে হবে। যারা এ নির্দেশনা মানবেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *