পুতিনের কাছে চিঠি পাঠিয়েছেন খামেনি

প্রকাশিত: ২১:২১, ১৭ এপ্রিল ২০২৫  

পুতিনের কাছে চিঠি পাঠিয়েছেন খামেনি


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি ক্রেমলিনকে আমেরিকার সাথে পারমাণবিক আলোচনা সম্পর্কে অবহিত করেছেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে বোমা হামলার হুমকি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, তেহরান যদি ওয়াশিংটনের সাথে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে না আসে তবে ইরানের তেল কিনবে এমন তৃতীয় দেশগুলোর উপর শুল্ক আরোপ করা হবে।

গত রবিবার ওমানে ট্রাম্প প্রশাসন এবং ইরানের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনাকে উভয় পক্ষই ইতিবাচক ও গঠনমূলক বলে বর্ণনা করেছে। চলতি সপ্তাহান্তে রোমে দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে। তবে এর আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নিয়ে আলোচনা করা যাবে না।

তেহরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য। ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে রাশিয়া পশ্চিমাদের সাথে ইরানের পারমাণবিক আলোচনায় ভূমিকা পালন করেছিল।

ইরানের রাষ্ট্রীয় টিভিকে আরাকচি বলেছেন, “পারমাণবিক ইস্যুতে আমরা সবসময় আমাদের বন্ধু চীন ও রাশিয়ার সাথে ঘনিষ্ঠ পরামর্শ করেছি। এখন রাশিয়ান কর্মকর্তাদের সাথে এটি করার একটি ভাল সুযোগ।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি পুতিনের কাছে সর্বোচ্চ নেতার একটি চিঠি পৌঁছে দিচ্ছেন যেখানে আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বিষয়গুলি তুলে ধরা হয়েছে। 

 

ঢাকা/শাহেদ


%e0%a6%aa%e0%a7%81%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *