খুবিতে জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ প্রতিবেদন বিষয়ে আলোচনা সভা

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) জুলাই অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “জুলাই অভ্যুত্থান আমাদের বাকস্বাধীনতা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত ১৭ বছর ধরে আমরা আমাদের মনের ভাব, মতামত কিংবা আবেগ প্রকাশে বাধাগ্রস্ত ছিলাম। ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে নতুনভাবে ফিরে পেয়েছি।”

তিনি শহীদদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন বলেন, “তরুণ প্রজন্ম জানে কীভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় এবং দমন-পীড়নের মুখেও নিজেদের কথা বলতে হয়। আমাদের এই দেশের পুনর্গঠনে তরুণদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো নাজমুস সাদাত বলেন, “জাতিসংঘের প্রতিবেদনটি একটি মূল্যবান নথি, যা ভবিষ্যতে দলিল হিসেবে ব্যবহৃত হতে পারে। এই প্রতিবেদনের ভিত্তিতে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা সম্ভব হবে। জুলাই আমাদের অনুপ্রেরণার উৎস। হতাশ হওয়ার কিছু নেই। বরং জুলাইয়ের মর্যাদা অটুট রাখতে তরুণদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের প্রধান পুনম চক্রবর্তী, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক আইরিন আজহার ঊর্মি।

জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মানবাধিকার কর্মকর্তা মো. জাহিদ হোসেন জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের মূল অনুসন্ধান ও প্রতিবেদন উপস্থাপন করেন। শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে শহিদ ইয়াছিনের ভাই মো. বাবু। সভায় স্বাগত বক্তব্য দেন এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।

এছাড়া অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন আন্দোলনের সক্রিয় কর্মী বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী আল শাহরিয়ার, ইংরেজি ডিসিপ্লিনের আয়মান আহাদ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাফিল, ব্যবসায়ী স্নিগ্ধা সুলতানা মুন্নি প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


%e0%a6%96%e0%a7%81%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%85%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *