এজেএফবি অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ নাট্যকার অর্পনা রানী

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি)-র অডিটরিয়ামে অনুষ্ঠিত হলো এজেএফবি অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত-সহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরস্কার তুলে দেয়া হয়।

এ বছর ‘এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫’ এ শ্রেষ্ঠ নাট্যকারের পুরস্কারে ভূষিত হলেন অর্পনা রানী রাজবংশী। আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ (এজেএফবি)-এর উদ্যোগে গতকাল ২৯ জুন ২০২৫ ইং রবিবার সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এজেএফবি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএন বাংলার তাশিক আহমেদ ও চিত্রনায়ক আলীরাজ উপস্থিত ছিলেন। এ সময় চলচ্চিত্র নায়ক আলীরাজ নাট্যাঙ্গনে বিশেষ অবদানস্বরূপ শ্রেষ্ঠ নাট্য নির্মাতা হিসেবে পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণকালে অর্পনা রানী রাজবংশী বলেন, ‘এই পুরস্কার শুধু আমার পাওয়া নয়, এর ভাগিদার আমাদের দর্শকরাও। কেননা, দর্শকরা আমার চিত্রনাট্যে নির্মিত নাটক ভালোবাসে বিধায়ই আজকে আমার এই সম্মান আমাকে এজেএফবি কর্তৃপক্ষ প্রদান করেছে। এজন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দর্শকদের জন্য রয়েছে অবিরাম ভালোবাসা।’

অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা ও অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আজীবন সম্মাননা লাভ করেন চিত্রনায়ক আলীরাজ। বিশেষ সম্মাননা পেলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এছাড়া আরও অ্যাওয়ার্ড পেয়েছেন চলচিত্র নায়ক নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, ইথুন বাবু, আসিফ আকবার, আঁখি আলমগীর, শিবা সানু, শিল্পী বেলাল খান, গাজী রাকায়েত প্রমুখ ব্যক্তিবর্গ।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন চলচ্চিত্র নায়ক আলীরাজ, নিরব হোসেন, জাসাস-এর যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী ও এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান তাশিক আহমেদ।

বাংলাদেশ জার্নাল/এনএম


%e0%a6%8f%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%ab%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%85%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *