আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের সিদ্ধান্ত ও জোটের পরবর্তী কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ‘জুলাই ঐক্য’। রোববার (১১ মে) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) টিচার্স লাউঞ্জে সংবাদ সম্মেলন করে তারা।
সংবাদ সম্মেলনে প্ল্যাটফর্মটির অন্যতম সংগঠক এবি জুবায়ের বলেন, প্রায় ২ হাজার শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মটির ঘোষণা দিই আমরা। বর্তমানে ৮০টির মতো সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার সংগঠন আমাদের প্লাটফর্মে যুক্ত হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দাবি নিয়ে আমরা শাহবাগে আন্দোলন করছিলাম। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ও জুলাইয়ের পরিপত্র ঘোষণা। কিন্তু আমাদের জানানো হয়েছে, আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করা হবে। এর আগে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
‘জুলাই ঐক্য’র পরবর্তী কর্মসূচি জানাতে গিয়ে এবি জুবায়ের বলেন, জুলাইয়ের পরিপত্র ঘোষণার বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলা হয়েছে। আমরা আমাদের পরবর্তী কর্মসূচি সোমবার উপদেষ্টাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জানাব।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে আওয়ামী দোসরা লুকিয়ে আছে। তারা আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ ধারাটি বদলে এর কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি সামনে নিয়ে এসেছে। আমরা আবারও দাবি জানিয়েছি আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার।
বাংলাদেশ জার্নাল/এমএইচ
%e0%a6%89%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0
Leave a Reply