আন্দোলনের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৯, ৩ জুলাই ২০২৫  
আপডেট: ০০:৫৮, ৩ জুলাই ২০২৫

আন্দোলনের মুখে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার


চট্টগ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে দাপ্তরিক আদেশে ওসি নাজমুন নূরকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম।

পটিয়া থানার নতুন ওসির দায়িত্ব পেয়েছেন চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু চাকমা। 

ওসি প্রত্যাহারের দাবিতে সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে পটিয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় অবস্থান নেন এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন। এই দীর্ঘ সময় ধরে দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। দূরপাল্লার যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এদিকে একই দাবিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

এই উত্তেজনার সূত্রপাত হয় গত মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে। পটিয়া শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগকর্মী দীপঙ্কর দে (২৯)–কে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। তাকে পটিয়া থানায় নিয়ে গেলে পুলিশ শুরুতে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়, কারণ তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। এ নিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তীব্র বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

পুলিশ অভিযোগ করে, আন্দোলনকারীরা থানার ভেতরেও উত্তেজক পরিস্থিতি সৃষ্টি করেন এবং তাদের মধ্যে কয়েকজন ওই ছাত্রলীগ কর্মীকে মারধর করেন।

অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশ মামলার বিষয়ে গড়িমসি করে। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন।

ঢাকা/রেজাউল/ফিরোজ


%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%96%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%a5%e0%a6%be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *